Wednesday, December 4, 2024
বাড়িরাজ্যধ্বস পড়ে বন্ধ জাতীয় সড়ক

ধ্বস পড়ে বন্ধ জাতীয় সড়ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুন : ধ্বস পড়ে ভয়ঙ্কর অবস্থায় বিকল্প জাতীয় সড়কের। পাহাড়ের ধসে বন্ধ হয়ে যায় যান চলাচল। সাইকাবাড়ি এলাকা দিয়ে মঙ্গলবার দুপুরের পর কোন গাড়ি যাতায়াত করতে পারেনি। অপরদিকে তেলিয়ামুড়া মহাকুমা মুঙ্গিয়াকামী এলাকায় ধ্বস পড়ে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক।

 মঙ্গলবার দুপুর থেকে শুরু হয় তুমুল বৃষ্টি, ফলে ৩৬ মাইল এলাকায় আকস্মিক ধ্বস পড়ায় বন্ধ হয়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যাবস্থা। পাহাড়ের কূল ঘেঁষে চলে গেছে রাস্তা, শনিবারের পর মঙ্গলবার দুপুর নাগাদ অবিরাম বর্ষণের ফলে ধ্বস পড়ে স্তব্ধ হয়ে পড়ে অসম আগরতলা জাতীয় সড়ক। জাতীয় সড়কে ধ্বস নামায় আটকে পড়ে অ্যাম্বুলেন্স ও রাস্তার উভয় পাশে আটকে পড়ে শতাধিক গাড়ি। ফলে ভোগান্তির শিকার হতে হয় যানচালক থেকে শুরু করে যাত্রী সাধারন’কে। দীর্ঘ প্রায় ২ ঘণ্টা পর মাটি সরিয়ে অসম আগরতলা ৮ নং জাতীয় সড়কের যান চলাচল শুরু হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য