স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুন : রাজ্যে প্রায় ছয় হাজার শূন্যপদ থাকার পরেও রাজ্য সরকার নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করছে না। শিক্ষক সংকটের কারণে এবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল আশা অনুরূপ হয়নি। পাশের হার অন্যান্য বছরে তুলনায় কমে গেছে। ২০২২ সালের টেট উত্তীর্ণ ৩৬১ জন চাকরি প্রত্যাশী যুবক-যুবতীকে নিয়োগ না করায় মঙ্গলবার শিক্ষা দপ্তরের সামনে জমায়েত হয়ে এমনটাই অভিযোগ তুলেন। তাদের অভিযোগ ২০২২ সালে টেট পরীক্ষা দিয়ে ৩৬১ জন চাকরি প্রত্যাশী যুবক-যুবতী উত্তীর্ণ হয়েছে।
বহুবার দপ্তরের আধিকারিকদের কাছে দাবি জানানো হলেও তারা নিয়োগের কোন উদ্যোগ গ্রহণ করছে না। এর মধ্যে রাজ্যের বিদ্যালয় গুলির মধ্যে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। ৬,০০০ পদ থাকার পরেও সরকার ৩৬১ জনকেও নিয়োগ করছে না। এর প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের উপর। নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোন ধরনের হেলদোল না থাকায় তারা শেষ পর্যন্ত আবারও দাবি জানাতে এসেছে। তবে এদিন তারা সাফ জানিয়ে দেয় যতক্ষণ না পর্যন্ত সরকার তাদের নিয়োগের উদ্যোগ গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। কারণ তারা চাকরি পাবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তায় ভুগছে। এবং তাদের নিয়োগ করেই শিক্ষক সংকট সমাধান হবে না রাজ্যে। তাই সরকারকে ইতিবাচক ভূমিকা গ্রহণ করার জন্য দাবি করলেন তারা। পরে শিক্ষা দপ্তরের আধিকারিকের সাথে দেখা করে দ্রুত নিয়োগ করার দাবি জানায় তারা। এখন দেখার বিষয় কবে নাগাদ তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।