স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুন : গত ৮ জুন ধনপুর বিধানসভার তৈবান্দাল এলাকায় একটি হৃদয়বিদারক দূর্ঘটনা ঘটে। কুয়ো পরিস্কার করতে গিয়ে শুক্রমনি মুড়াসিং, শম্ভু দেববর্মা ও অশোক ত্রিপুরা নামে তিন যুবকের মৃত্যু ঘটে। রবিবার মৃত শ্রমিকদের বাড়িতে যান প্রতিমা ভৌমিক। তাদের পরিবারের সাথে দেখা করেন তিনি। রাজ্য সরকারের তরফে তাদের প্রাথমিকভাবে কিছু টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে।
প্রতিমা ভৌমিক বলেন, আমি এই ঘটনায় অত্যন্ত মর্মাহত। আমাদের ধনপুর মন্ডলের কার্যকর্তাদের সহায়তায় সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে পঞ্চাশ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান করা হবে এবং সবসময় পরিবারগুলির পাশে থাকবো।এদিন প্রতিমা ভৌমিকের সাথে ছিলেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ সহ অন্যান্যরা।