Saturday, January 18, 2025
বাড়িরাজ্যজমি থেকে মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার

জমি থেকে মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুন : ছেলের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যাওয়া মহিলার অগ্নি দগ্ধ মৃতদেহ উদ্ধার। রাজধানীর দুর্জয়নগর এলাকার এক ধান ক্ষেত থেকে উদ্ধার হয় মৃতদেহটি।

 মৃত মহিলার নাম গীতা রানী দেবনাথ(৬৫)। মৃত মহিলার ছেলে জানান শনিবার দুপুর ২ টার নাগাদ গীতা রানী দেবনাথ বাড়ি থেকে ঝগড়া করে বের হয়েছিল। তারপর আর বাড়ি ফিরে না। রবিবার সকালে তারা গীতারাণী দেবনাথকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে। দুপুরে নাগাদ জমি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।

 খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে মৃত মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ছুটে যায় ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। কেউ বলছে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে, আবার কেউ বলছে বিদ্যুতের সংস্পর্শে এসে মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য