স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুন : নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর দুই স্কুল ছাত্রকে উদ্ধার করল পুলিশ। ঘটনা পানিসাগরের উপ্তাখালি মানিকছড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার পানিসাগর মহাকুমার অন্তর্গত উপ্তাখালী এলাকা থেকে সপ্তম শ্রেণীর দুই স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে বলে পানিসাগর থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়রী নথিভুক্ত করা হয়। তারপর থেকেই পুলিশের তৎপরতায় শুরু হয় তল্লাশি।
অবশেষে রবিবার ভোরে পেঁচারথল থানার তৎপরতায় নিখোঁজ হওয়ার দুই স্কুল ছাত্রকে খুঁজে পেয়ে তাদের অভিভাবকদের পেচারতল থানায় ডেকে সনাক্ত করা হয়। তারপর তাদের তুলে দেওয়া হয় পানিসাগর থানায়। নিখুঁজ হওয়া দুই স্কুল ছাত্রের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহারা নিজ ইচ্ছায় একসাথে বাড়ি থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় অভিভাবকদের অলক্ষ্যে কিছু টাকা-পয়সাও তারা নিয়ে যায়। তারা জানিয়েছে ঘুরে বেড়ানোর উদ্দেশ্যেই অভিভাবকদের না বলেই বাড়ি থেকে বেরিয়ে পরে তারা। দুই ছাত্রকে পুলিশ উদ্ধার করতে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অভিভাবক মহল।