Thursday, December 26, 2024
বাড়িরাজ্যও এন জি সি -র বিরুদ্ধে ক্ষোভ

ও এন জি সি -র বিরুদ্ধে ক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ অক্টোবর : অবৈঞ্জানিকভাবে গড়ে তোলা ও এন জি সি শিবির নিয়ে বিক্ষোভে সামিল হলো স্থানীয়রা! ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার বাইখোড়া লতুয়াটিলা গ্রামপঞ্চায়েত এলাকায় অস্থায়ীভাবে ও এন জি সির শিবির নির্মান করা হয়েছে। এই ক্যাম্পে প্রায় ৫০ থেকে ৬০ জন শ্রমিক রয়েছে। তারা কোনপ্রকার সুবন্দোবস্ত ছাড়াই শিবির নির্মান করেছে। সারাদিন ব্যাপী শ্রমিকরা পাশ্ববর্তী এলাকায় খোঁলা জায়গায় প্রাকৃতিক কাজ করছে।

এতে করে লোকজনের যাতায়তের অসুবিধার সন্মুখীন হচ্ছে ও সর্বত্র দুগন্ধ ছড়িয়ে পরছে। স্থানীয় লোকজনদের বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে।  অপরদিকে দেখা যায় শ্রমিকরা অবৈঞ্জানিক ভাবে খোলা আকাশের নিচে তাদের খাবার রান্না করছে ও এলাকার স্থানীয় একটি কল থেকে জল সংগ্রহ করে জল পান করছে। কলটি এইবারের বন্যায় জলের তলায় চলে গেছে, এই অপরিশোধিত জল পান করছে শ্রমিকরা। স্থানীয় কৃষকরা জানান এইবারের বন্যায় কৃষকরা ব্যাপকহারে ক্ষতির সন্মুখিন হয়েছে। এর মধ্যে ও এন জি সির বোমা ফাটানোর জন্য কৃষকরা নতুনকরে ক্ষতির সন্মুখিন হচ্ছে। ও এন জি সি থেকে যে পরিমানে ক্ষতিপূরন দেওয়া হচ্ছে তা দিয়ে কৃষকদের কিছুই হবে না।  তাই স্থানীয় এলাকাবাসীরা চাইছে এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এলাকা থেকে ও এন জি সির ক্যাম্প তুলে নেওয়া জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য