স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ অক্টোবর : অবৈধভাবে ভারতের ভূখন্ডে পা রাখতে গিয়ে সীমান্তে বিএসএফের হাতে আটক তিন বাংলাদেশি সহ এক ভারতীয় মহিলা। বাংলাদেশি তিন মহিলার সাথে রয়েছে ছয় মাসের এবং এক বছরের দুটি শিশুর। ঘটনা বিলোনীয়া স্মৃতি মন্দির সংলগ্ন বাংলাদেশ সীমান্তে। জানা যায়, বিএসএফ জওয়ানরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় তিন জন বাংলাদেশীকে আটক করেছে। এক জন ভারতীয় মহিলা তাদের আনতে সীমান্তে গিয়েছিল।
বিএসএফ তাদের চারজনকে আটক করে শনিবার বিলোনীয়া থানার হাতে তুলে দেয়। বিলোনীয়া থানার ওসি শিবু রঞ্জন দে সাংবাদিকদের জানান, ধৃত চার মহিলার সাথে ছয় মাসের এবং এক বছরের শিশু রয়েছে। ধৃতরা ঝর্না শীল (৭৯)। বাড়ি বিলোনীয়া থানাধীন পশ্চিম কলাবাড়িয়া মাইছড়া এলাকায়। বানী শীল(৩৫) দূর্গা শীল (২৫) বাংলাদেশী। পুলিশ ধৃতদের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছে। ধৃতদের মধ্যে একজন জুভেনাইল তাকে হোমে পাঠানো হবে বলে জানান ওসি।