স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : শনিবার শান্তিরবাজারে ওজন পরিমাপ দপ্তররের নব নির্মিত ভবনের শুভ সূচনা হয়। ৪৮ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয় করে শান্তির বাজার মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন এলাকায় এই ওজন পরিমাপ দপ্তরের কার্যালয়ের নতুন ভবন নির্মান করা হয়। যার মধ্যে অফিস কক্ষের পাশাপাশি লেব্রেটরি রুম, ষ্ট্রং কাম কিচেন রুম রয়েছে।
গত ২০২৩ সালে এই কাজের দায়িত্ব ভার দেওয়া হয় পূর্ত দপ্তরকে। শনিবার এর শুভ সূচনা হয়। এদিন ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ভবনের শুভ সূচনা করেন ত্রিপুরা রাজ্যের খাদ্য, জনসংভরন ও ক্রেতা স্বার্থক বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌঁধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান লোকজনেরা বাজার থেকে বিভিন্ন সামগ্রী ক্রয় করতে গিয়ে ওজনে কোনো প্রকার গড়মিল দেখলে এই অফিসে এসে অভিযোগ জানাতে পারবেন। মন্ত্রী জানান এই দপ্তরের উদ্যোগে রাজ্যে প্রতিনিয়ত নানান জায়গায় অভিযান চালানো হয়। যাতে ক্রেতাদের সাথে কোন ধরনের কারচুপি না হয়। ওজন পরিমাপ দপ্তর সর্বদা জনগনের স্বার্থে কাজ করে চলেছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌঁধুরী। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, খাদ্য দপ্তরের সেক্রেটারি রেভেল হেমন্ত কুমার, দক্ষিন জেলার জেলাশাসক সিদ্বার্থ শিব জোসয়াল, শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্যরা।