স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ : আন্তর্জাতিক নারী দিবসের অঙ্গ হিসেবে বুধবার সেবা সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে আগরতলা প্রেসক্লাবে ১২ জন মহিলা সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়। কারণ তাদের দক্ষতা এবং সাহসিকতার জন্য এদিন তাদের হাতে স্মারক তুলে দেওয়া হয় এবং উত্তরীয় পরিয়ে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকার ডিরেক্টর অভিষেক দে, সেবা সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদিকা অন্তরা চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। স্যন্দন পত্রিকার ডিরেক্টর অভিষেক দে জানান ১২ জন মহিলা সাংবাদিককে তাদের সাহসিকতা ও দক্ষতার জন্য সংবর্ধনা দেওয়া হয়। তারা আগামী দিনে আরো অনেক দূর এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।