স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ : জাতীয় টিকাকরন দিবস উদযাপন হয় বুধবার। এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের সহায়তায় ও জাতীয় স্বাস্থ্য মিশনের যৌথ উদ্যোগে জাতীয় টিকাকরন দিবস উদযাপন করা হয়। রাজধানীর রামনগর ৯ নাম্বর রোডে স্থিত আয়ুষ সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
মুলত পোলিও টিকার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা নেওয়া নার্স, স্বাস্থ্য কর্মী ও আশা, অঙ্গনওয়ারী ও এম পি ডাব্লিউ কর্মীদের এদিনের অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কাউন্সিলার অলক রায়, কাউন্সিলার স্নিগ্ধা দাস দেব সহ অন্যান্যরা। বছরের নির্দিষ্ট একটা সময়ে টিকা করনের কাজ হয়। কিন্তু এই স্বাস্থ্য কর্মীরা সারা বছর মানুষের মধ্যে সেচতনতা বৃদ্ধি করে তাদের সেবা প্রদান করে আসছে। তাই এদিন তাদের সেবা প্রদানের এই উদ্যোগকে সাধুবাদ জানাতে উদযাপন করা হচ্ছে বলে জানান ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।