স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ : ভুল চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ১৭ টি শিশু বলে অভিযোগ। জানা যায়, বুধবার ঊনকোটি জেলা হাসপাতালে চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে ১৭ টি শিশুকে ইনজ্যাকসন পুশ করা হয়। কিছুক্ষণ পর সবগুলি শিশু ছটফট করতে থাকে। শিশুর পরিবার-পরিজনরা হাসপাতলে চিৎকার চেচামেচি করতে শুরু করে।
চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক তৎক্ষণাৎ হাসপাতাল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীর পরিজনেরা। শেষ পর্যন্ত খবর পেয়ে ছুটে আসে কৈলাশহর থানার পুলিশ। পরবর্তী সময় শিশুদের অবস্থা বেগতিক দেখে আসামের মাকুন্দা এবং জিবি হাসপাতালে রেফার করা হয়। শিশুর পরিবার পরিজনদের অভিযোগ হাসপাতালে গত একমাস যাবত শিশু বিভাগে কোন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই। বুধবার সকালে চক্ষু বিভাগের চিকিৎসক দিয়ে শিশুদের ইনজেকশন পুশ করার পর সমস্ত শিশুরাই ছটফট করতে শুরু করে। শিশুদের শ্বাস ফেলতে অসুবিধা হয়। পরবর্তী সময় শিশুদের রেফার করা হয় জিবি হাসপাতালে। যদি কোনো শিশুর মৃত্যু হয় তাহলে এর পেছনে দায়ী থাকবে হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানান রোগীর পরিজনেরা।
তবে এ বিষয়ে হাসপাতালে চিকিৎসক জানান, এদিন সকাল বেলা শিশুদের এন্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়েছিল। কিন্তু ইনজেকশন দেওয়ার পর শিশুদের এলার্জি -র সমস্যা হয়। কিন্তু গত মঙ্গলবারও শিশুদের সরকারিভাবে বরাদ্দ এন্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়েছিল। কিন্তু কারো কোন সমস্যা হয়নি। বুধবার সকালে ইনজেকশন দেওয়ার পর এ ধরনের সমস্যা দেখা দেয় শিশুদের মধ্যে বলে জানান তিনি। এদিন ভুল চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় রোগীর পরিজনেরা।