স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ : বুধবার সারা দেশের সাথে রাজ্য শুরু হয়েছে ১২ থেকে ১৪ বছরের শিশুদের মধ্যে কোভিড টিকাকরণ। রাজ্যের প্রত্যেকটি জেলাতে দুটি করে স্কুলকে প্রাথমিকভাবে বাছাই করে এই টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়।
পশ্চিম জেলার পূর্ব যোগেন্দ্রনগর ইউপিএসসি অন্তর্গত নেতাজি সুভাষ কলোনি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের এদিন কোভিড টিকা দেওয়া হয়। ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলে-মেয়েদের কোরভিভ্যাক্স টিকা প্রদান করা হয়। কোরভিভ্যাক্স টিকার প্রতিটি ভায়েল ২০ ডোজের। এক জনের জন্য প্রতি ডোজ হবে ০.৫ এম.এল। প্রথম ডোজ প্রদানের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। কোরভিভ্যাক্স টিকা শুধুমাত্র ১২ বছর কিংবা তার বেশি বয়সী ছেলে মেয়েরা নিতে পারবে। তাই টিকা প্রদানের সময় সুবিধাভোগীর বয়স ১২ বছর পূর্ণ হয়েছে কিনা যাচাই করা হয়। যাদের জন্ম ২০১০ সালের ১৫ মার্চ কিংবা তার আগে তারা প্রত্যেকে বুধবার থেকে টিকা গ্রহণ করে। টিকা গ্রহণের জন্য কো-উইন পোর্টালে নাম নথিভুক্ত করা যাবে। রাজ্যে ১ লক্ষ ৩৯ হাজার কোরভিভ্যাক্স টিকার ডোজ মজুত রয়েছে।