স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। রাজধানীর গুর্খাবস্তিস্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের অধিকর্তা সহ দপ্তরের জেলা স্তরের আধিকারিকরা।
তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অনুযায়ী কাজের কি অগ্রগতি হয়েছে সেই বিষয়ে এইদিন আলোচনা করা হয়েছে। কোথায় ঘাটতি রয়েছে তা খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিন যে সকল প্রকল্প গুলি রয়েছে, সেগুলি সুবিধাভোগীরা সঠিক ভাবে পাচ্ছে কিনা সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এইদিনের বৈঠকে। ২০২৪-২৫ অর্থ বছরে তপশিলি জাতির উন্নয়নের জন্য যে বাজেট রাখা হয়েছে, তা কি ভাবে খরচ করা হবে, কি ভাবে কাজ করা হবে, তার জন্য লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলেও জানান মন্ত্রী সুধাংশু দাস।