Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যমন্ত্রীর হাত ধরে হেলমেট বিতরণ

মন্ত্রীর হাত ধরে হেলমেট বিতরণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন। সড়ক সুরক্ষা সচেতনতার অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানীর রাধানগর এলাকায় বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। পরিবহন দপ্তরের পক্ষ থেকে এই হেলমেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি নিজ হাতে এদিন হেলমেট বিহীন বাইক চালকদের হাতে তুলে দেন নয়া হেলমেট। মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রতিবছর ৭ থেকে সাড়ে সাত শতাধিক মোটরবাইক দুর্ঘটনা রাজ্যে সংগঠিত হয়। কিন্তু দুর্ঘটনায় দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই মাথায় আঘাতপ্রাপ্ত হয় বাইক চালক ও সহ চালক। আহত ব্যক্তির চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যায়। আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় মৃত্যু পর্যন্ত ঘটে বহু বাইক চালকের।

কিন্তু তারপরও বহু বাইক চালক প্রতিদিন হেলমেট বিহীন আগরতলা শহরে সহ রাজ্যের অন্যান্য স্থানে ঘোরাফেরা করে। তাই সচেতন করার কর্মসূচি হিসেবে আজকের এই অনুষ্ঠানে আয়োজন। মন্ত্রী বাইক চালক ও সহ চালকদের হেলমেট পরিধান করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, হেলমেট পরিধান করলে শুধু নিজের জীবনই বাঁচানো যায় এমন নয়, পরিবারকেও বাঁচানো যায়। এধরনের আয়োজন আগামী দিনও আগরতলা শহরে জারি রাখা হবে বলে জানান মন্ত্রী। কিন্তু উদ্বেগের বিষয় হলো আগরতলা শহরে একটা বড় অংশের সচেতন নাগরিক বাইক চালানোর সময় হেলমেট পরিধান করলেও আবার একটা অংশ হেলমেট পরিধান করছে না। ফলে দুর্ঘটনায় মৃত্যু ঘটানো সামনে উঠে আসছে।

তাই সচেতন নাগরিকদের পক্ষ থেকে দাবি উঠছে যদি হেলমেট পরিধান না করা বাইক চালক কিংবা সহ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এ ধরনের যান দুর্ঘটনা কোনভাবে রুখতে পারবে না রাজ্য সরকার। কারণ হেলমেট বিতরণ করেই শুধু সচেতনতা আসবে না। পরিবহন দপ্তর এবং ট্রাফিক প্রশাসনকে কঠোর হওয়ার প্রয়োজন রয়েছে। না হলে সরকারি অর্থ দিয়ে হেলমেট বিতরণ হবে, কিন্তু যান দুর্ঘটনার হার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য