Sunday, December 22, 2024
বাড়িরাজ্যঅরুন্ধতীনগর সেন্ট্রাল স্টোর আধুনিকরণ করার পরিকল্পনা সরকারের : সুশান্ত

অরুন্ধতীনগর সেন্ট্রাল স্টোর আধুনিকরণ করার পরিকল্পনা সরকারের : সুশান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুন : রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে আরো গতিশীল করতে এবং সময় মতো খাদ্যশস্য ভোক্তাদের কাছে পৌঁছে দিতে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের পক্ষ থেকে ৫ টি নতুন পণ্যবাহী ট্রাক ক্রয় করা হয়েছে। খাদ্য দপ্তরের নিজস্ব ক্যাশ ক্রেডিং অ্যাকাউন্ট থেকে প্রায় ১ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয় করে গাড়িগুলি ক্রয় করা হয়েছে। মঙ্গলবার রাজধানী অরুন্ধতী নগর স্থিত সেন্ট্রাল স্টোরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গাড়িগুলির উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা, খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারি। মন্ত্রী  সুশান্ত চৌধুরী গাড়িগুলির উদ্বোধন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের গণ বন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে এক কোটি ৮৬ লক্ষ টাকা দিয়ে পাঁচটি পণ্যবাহী ট্রাক গাড়ি ক্রয় করা হয়েছে। বিগত দিনের ১৭ টি পণ্যবাহী ট্রাক গাড়ি সহ এ পাঁচটি গাড়ি আগামী দিনে গণবন্টন ব্যবস্থা শক্তিশালী করতে সঠিক সময় মত খাদ্যশস্য পৌঁছানোর কাজ করবে। তিনি আরো বলেন, অরুন্ধতীনগর সেন্ট্রাল স্টোরটি আগামী দিন আরও কিভাবে আধুনিকরণ করা যায় সেদিকে গুরুত্ব দেবে সরকার। এর জন্য দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা চলছে। পাশাপাশি উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে গণ বন্টন ব্যবস্থাকে শক্তিশালী করা ও সুদৃঢ় করা বর্তমান সরকারের মূল উদ্দেশ্য বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য