Monday, February 17, 2025
বাড়িরাজ্যগ্রেপ্তার এনএলএফটি জঙ্গী গোষ্ঠীর সক্রিয় কর্মী পরিমল

গ্রেপ্তার এনএলএফটি জঙ্গী গোষ্ঠীর সক্রিয় কর্মী পরিমল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মার্চ : রাজ্যে ক্রমশ জঙ্গী সংগঠন মাথাচাড়া দিয়ে উঠছে। অবশেষে পুলিশের হাতে আটক হলো এক জঙ্গী নেতা।উল্লেখ্য, বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ তিপ্রা অর্থাৎ এনএলএফটি জঙ্গী গোষ্ঠীর সক্রিয় কর্মী পরিমল দেববর্মা।

সোমবার লেফুঙ্গা থানাধীন কামালঘাট এলাকা থেকে পরিমল দেববর্মাকে গ্রেফতার করে বিশালগড় থানায় সেইফ কাস্টাডিতে রাখে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। পরিমল দেববর্মার সঙ্গে গ্রেফতার করা হয় আরও তিনজনকে। তারা হলো বিদেশ দেববর্মা, জহর দেববর্মা এবং রাজেশ দেববর্মা। রাতে এসপি রথিরঞ্জন দেবনাথ এর নেতৃত্বে এসডিপিও রাহুল দাস সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জেরা করে আটককৃতদের। পরিমল দেববর্মা ছাড়া বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদের পর বেইলে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার বিশালগড় থানা থেকে পরিমল দেববর্মাকে পাঁচদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। উল্লেখ্য গত ৫ মার্চ বিশ্রামগঞ্জ বাজারের বেতার ভয়েস মাইক্রো এটিএম এর মালিক নির্মল দেবনাথের দোকান থেকে ১৭ লক্ষ টাকা জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ পরিমল দেববর্মার বিরুদ্ধে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য