নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): ছোটদের টিকাকরণের অপেক্ষা প্রায় শেষ, বুধবার থেকেই দেশে শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ। বুধবার থেকেই ওই বয়সসীমার শিশুদের টিকা দেওয়া শুরু হবে গোটা দেশে। একইসঙ্গে ওই দিন থেকেই বয়স্কদেরও বুস্টার টিকা দেওয়া হবে। ইতিমধ্যেই সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।
তিনি জানিয়েছেন, ১২-১৩ ও ১৩-১৪ বছর বয়সীদের ক্ষেত্রে শুধুমাত্র কোরবেভ্যাক্স টিকা ব্যবহার করা হবে। কোরবেভ্যাক্স হল তৃতীয় করোনা ভ্যাকসিন। উল্লেখ্য, এর আগে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ করিয়েছে কেন্দ্র। বড়দের টিকাকরণের জন্য ব্যবহৃত কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে না ১২-১৪ বছরের শিশুদের। বদলে কোরবেভ্যাক্স টিকা দেওয়া হবে এই ১২-১৪ বছর বয়সী শিশুদের।