স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুন : স্কুলের পাঠ্যক্রম শেষ হবার পর ছেলে মেয়েদের কোন্ স্ট্রিমে, কোন্ কলেজে ছেলে মেয়েদের পাঠাবেন এ নিয়ে দুশ্চিন্তায় কাটান বাবা মায়েরা। অনেক ক্ষেত্রে দেখা যায় সঠিক সিদ্ধান্তের অভাবে দিশা হীনতায় ভোগেন শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা। শিক্ষার্থীরা যাতে সঠিক জায়গায় এডমিশন নিয়ে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন তার জন্য আগামীকাল এবং ৯ জুন আগরতলা মেলারমাঠে এগিয়ে চল সংঘে হতে চলেছে এডুকেশন ফেয়ার ২০২৪।
বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত একাদশতম এডু-হাব অনুষ্ঠিত হবে। এই এডু-হাব এ দেশ বিদেশের বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউট, ইউনিভার্সিটির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এই এডু হাবের আয়োজক ইল্যুউশন। শিক্ষার্থীরা তাদের অভিভাবক সহ সরাসরি এডু হাব-এ এসে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পরামর্শ নিতে পারেন বিভিন্ন এডুকেশন এক্সপার্ট দের কাছ থেকে। কারণ ক্যারিয়ার গড়তে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে ভবিষ্যতে নেমে আসবে ঘোর দুর্দিন। কোন ইনস্টিটিউটে কি কি পাঠ্যক্রম রয়েছে, কোথায় কোথায় ভর্তি হওয়া যাবে কোন স্ট্রিমৈ, প্লেসমেন্ট-এর কি কি সুবিধা রয়েছে যাবতীয় তথ্যই জানা যাবে এই এডুকেশন ফেয়ার-এ। এর জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে সকল কেরিয়ারিস্ট শিক্ষার্থীদের এই এডু হাব-এ উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।