Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যকাজ করতে গিয়ে মৃত্যু দিনমজুরের

কাজ করতে গিয়ে মৃত্যু দিনমজুরের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুন : মর্মান্তিক মৃত্যু দিনমজুরের। রাজধানীর চন্দ্রপুর টাটা কোম্পানি সংলগ্ন একটি প্লাইউডের দোকানে সিলিং -এর কাজ করতে গিয়ে এই ঘটনা সংগঠিত হয়েছে। মৃতের নাম শান্তিব্রত চক্রবর্তীর(৫২)। বাড়ি খয়েরপুর বিজয় সংঘ এলাকায়।

শান্তি ব্রত চক্রবর্তীর ভাই নারায়ণ চক্রবর্তীর কাছ থেকে জানা যায়, তিনি খয়েরপুর হনুমান মন্দিরে পূজা করার পাশাপাশি পরিবার চালানোর জন্য তিনি দিনমজুর হিসেবে কাজ করেন। শুক্রবারে তিনি টাটা কোম্পানি সংলগ্ন একটি প্লাইউডের দোকানে সিলিং এর কাজ করতে গিয়েছিলেন। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো দোকানের কর্ণধার অসুরক্ষিতভাবে সিলিং এর উপরে কাজ করতে গিয়ে শান্তি ব্রত চক্রবর্তী উপর থেকে পড়ে যান। তখন প্লাইউডের চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা বলে জানা যায়। পরবর্তীকালে তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জিবি হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবারের লোকজনেরা। শোকের ছায়া নেমে আসে গোটা খয়েরপুরে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য