স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুন : বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে চুরাইবাড়ি থানার অধীন নদীয়াপুর-শনিছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয় এলাকার লোকজন সহ যান চালকরা। তাদের অভিযোগ রাস্তার পাশে থাকা ক্রেশার মেশিনের কারণে রাস্তার উপর জল আর কাদা জমে একাকার হয়ে যায় সামান্য বৃষ্টি হলে। রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত।
মাটি সহ জল রাস্তা দিয়ে বয়ে যাওয়ার কারণে পার্সবর্তি কৃষি জমি চাষের অযোগ্য হয়ে যাচ্ছে। রাস্তার মাঝে বড় বড় গর্ত হওয়ার কারনে ঘটছে যান দুর্ঘটনা। তাই তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয়েছে। তাদের দাবি বেহাল রাস্তা সরকার করে রাস্তায় যেন জল ও কাদা না জমে তার ব্যবস্থা করতে হবে। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশ সহ এক ডিসিএম। তারা কথা বলেন আন্দোলনকারীদের সাথে। শেষ পর্যন্ত আলোচনাক্রমে স্থানীয়রা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।