Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যঅল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার পক্ষ থেকে বিক্ষোভ

অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার পক্ষ থেকে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন : প্রতিটি বিদ্যালয়ে উপযুক্ত লাইব্রেরী চালু করা, ছাত্র স্বার্থ বিরোধী বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করা, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করা সহ আট দফা দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার পক্ষ থেকে সোমবার বিদ্যালয় শিক্ষা অধিকর্তার উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়।

ডেপুটেশন প্রদান করার আগে শিক্ষা দপ্তরের সামনে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার সম্পাদক অসিত দাস জানান, রাজ্যে ৪ হাজারের অধিক বিদ্যালয়ে রয়েছে। অধিকাংশ স্কুলে শিক্ষকের অভাব রয়েছে। পাশাপাশি পরিকাঠামোর অভাব রয়েছে। সেই জায়গায় শুধুমাত্র ১২৫ টি বিদ্যালয় বিদ্যাজ্যোতির প্রকল্পের নামে উন্নয়ন করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা পুরোপুরি অবৈজ্ঞানিক ও অনৈতিক।

 যার ফলে মাধ্যমিক উচ্চমাধ্যমিকে ছাত্রছাত্রীরা খারাপ ফলাফল করেছে। তাই সরকারের এই প্রকল্প বাতিল করে পরিকাঠামো উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। আরো জানান স্কুলগুলিতে যাতে স্থায়ীভাবে শিক্ষক নিয়োগ করা হয়, কারণ বিদ্যাজ্যোতি প্রকল্প নামে মানুষকে বোকা বানানো হয়েছে। এটি সম্পূর্ণভাবে একটি ধোকাবাজ প্রকল্প বলে জানান অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার সম্পাদক অসিত দাস।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য