Saturday, July 27, 2024
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের কাছে ছেলের চিকিৎসার সহযোগিতা চাইলো অসহায় পিতা

মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের কাছে ছেলের চিকিৎসার সহযোগিতা চাইলো অসহায় পিতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : বার্ষিক পরীক্ষার সময় অসুস্থ হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল সপ্তম শ্রেণীর ছাত্র কৃষাণ ভৌমিক। বর্তমানে কিষানের পিতার আর্থিক অবস্থা অচল হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের কাছে সহযোগিতার দাবি করলেন মেলাঘর তেলকাজলা স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা আশীষ কুমার ভৌমিক। তিনি জানান, তার ছেলে কৃষাণ ভৌমিক এক জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন।

কৃষাণ ভৌমিক মেলাঘর ইংরেজি মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। গত তিন মাস আগে কৃষাণ ভৌমিক পরীক্ষা দিয়ে বাড়িতে আসার পর হঠাৎ তার চোখের দৃষ্টিশক্তি চলে যায়। পরে তার পরিবারের লোকজন তাকে জিবি হাসপাতালে নিয়ে ভর্তি করায়। কিন্তু সেখানে তার ভালো চিকিৎসা হয় নি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে গোহাটি এবং পরে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। একদিকে তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, অন্যদিকে সে কথাও বলতে পারছে না। এই অবস্থায় তার বাবা আশীষ কুমার ভৌমিক ছেলেকে নিয়ে দুশ্চিন্তায়। আশীষ কুমার সাহা জানিয়েছেন যা অর্থ ছিল, ছেলের চিকিৎসার জন্য সবকিছুই দিয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও ছেলের সুস্থ হয়নি। বর্তমানে আশীষ কুমার সাহা নিঃস্ব এবং অসহায় হয়ে পড়েছেন। ছেলের চিকিৎসার জন্য আশীষ কুমার ভৌমিক মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও রাজ্য সরকারের কাছে সহযোগিতার দাবি জানিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য