Friday, January 17, 2025
বাড়িরাজ্যরক্তদান শিবিরের আয়োজন

রক্তদান শিবিরের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : বিজেপি ৯ বনমালীপুর মন্ডলের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। রাজধানীর মঠচৌমুহনীস্থিত অঙ্গ সঞ্চালনি ক্লাবে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমান মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

এইদিনের শিবিরে বিজেপি কর্মী সমর্থকরা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। রক্তদান শিবিরে উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন লোকসভা নির্বাচন নিয়ে সকলে ব্যস্ত ছিল। ফলে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সঙ্কট দেখা দেয়। তখন মুখ্যমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান রক্তদানে এগিয়ে আসার জন্য। মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সমগ্র রাজ্য জুড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। বিজেপি শুধুমাত্র ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিজেপির লক্ষ্য সমাজ পরিবর্তন ও মানুষের জন্য কাজ করা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য