Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবিরোধী ছাত্র যুব সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল যুব মোর্চার

বিরোধী ছাত্র যুব সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল যুব মোর্চার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : সম্প্রতি বাম ছাত্র ও যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং এস এফ আই রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি, রাজ্যে কাজ নেই খাদ্য নেই, বলে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে এই অভিযোগ এনে শনিবার বিক্ষোভ মিছিল সংগঠিত করল ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ। আগরতলায় এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সঙ্গে ছিলেন বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম -কে কাঠ গড়ায় দাঁড় করান। তিনি বলেন সিপিআইএম, কংগ্রেস এবং বামপন্থী ছাত্র যুব সংগঠনের কাজ নেই, খাদ্য নেই মিথ্যা অভিযোগ শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য। কারণ রাজ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নেতৃত্বে একটি জনমুখী সরকার চলছে। বিভিন্ন সময়ে বামপন্থীদের এই উৎসা রটানোর  বিষয়টা একটা চিরাচরিত প্রথা। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন তিনি দৃপ্ত কন্ঠে জানান দিতে চান, আগামী চার জুন লোকসভা নির্বাচনের ফলাফলে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় ফিরছে এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয়বার ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন জোট সরকার প্রতিষ্ঠিত করতে চলেছে। এদিন প্রতিটি মন্ডলের উদ্যোগে এক যোগে বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। আর কেন্দ্রীয়ভাবে মিছিলটি সংগঠিত হয় আগরতলায়। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য