Wednesday, May 28, 2025
বাড়িরাজ্যকাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক প্রদেশ কংগ্রেস সভাপতির

কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক প্রদেশ কংগ্রেস সভাপতির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। সারা দেশের সাথে রাজ্যের দুটি আসনে ফলাফল ঘোষণা হবে এদিন। তবে রাজ্যের দুটি আসন নিয়ে স্নায়ুর চাপ বাড়ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের। এরই মধ্যে শনিবার প্রদেশ কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেস ভবনে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্বরা।

 মূলত ৪ জুন লোকসভা নির্বাচনের ভোট গণনাকে সামনে রেখে এইদিনের মিটিং-এ আলোচনা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান ৪ জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। ভোট গণনায় যে সকল কাউন্টিং এজেন্টরা থাকবে। তাদের কাজ কর্ম নিয়ে এইদিন আলোচনা হয়েছে। পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেও এইদিন আলোচনা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!