Sunday, September 8, 2024
বাড়িরাজ্যআই জি এম হাসপাতালে স্বাস্থ্যকর্মীর চরম উদাসীনতা

আই জি এম হাসপাতালে স্বাস্থ্যকর্মীর চরম উদাসীনতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : আইজিএম হাসপাতালের ড্রেসিং রুমে কর্তব্যের গাফিলতি স্বাস্থ্য কর্মীদের। দীর্ঘ ৩০ মিনিট ধরে পরিষেবা নিতে দাঁড়িয়ে রইলেন রোগীকে নিয়ে রোগীর পরিজন। ঘটনা বৃহস্পতিবার রাত দশটা নাগাদ আইজিএম হাসপাতালের জরুরী বিভাগের প্রসেনজিৎ পাল নামে এই ব্যক্তি তার কুড়ি মাসের শিশুকন্যা আর্গনী পালকে নিয়ে যায়।

শিশুটি মাথায় এবং মুখের উপর গরম জল পড়ে গুরুতর আহত হয়। চিকিৎসক জানায় ড্রেসিং রুমে গিয়ে ঔষধ লাগানোর জন্য। যথারীতি ড্রেসিং রুমে গেলে কোন স্বাস্থ্যকর্মীর দেখা পায়নি। দীর্ঘ ৩০ মিনিট দাঁড়িয়ে অপেক্ষা করার পর স্বাস্থ্যকর্মী আসেন অন্য এক বিভাগ থেকে। সেই বিভাগে তিনি কেন গিয়েছিলেন সে বিষয়ে কিছুই বলতে পারেনি সংবাদ মাধ্যমে কর্মীদের। এই স্বাস্থ্যকর্মীর বক্তব্য ১০ মিনিটের জন্য তিনি গ্যাসের প্লানে গিয়েছিলেন। যদিও পরবর্তী সময় শিশুটির চিৎকারে চিকিৎসকের এসে ওষুধ লাগায়। স্বাস্থ্যকর্মীদের এ ধরনের গাফিলতি জন্য পরিষেবা নিয়ে আঙ্গুল তুললেন শিশুকে পিতা প্রসেনজিৎ পাল। তিনি লালবাহাদুর ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা। বিষয়টি তিনি স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান জরুরী বিভাগে যাতে ২৪ ঘন্টা পরিষেবা শুধু নামমাত্র না রেখে, কাজেও যাতে করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য