Saturday, July 27, 2024
বাড়িরাজ্যঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তা অবরোধ করল গ্রামবাসী

ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তা অবরোধ করল গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : কমলপুর মহকুমার এক ঠিকাদারের কারণে দুর্ভোগ মানুষের। বাধ্য হয়ে আজ কমলপুর ছয় ও তিন নং ওয়ার্ডের মানুষ ধলাই নদীর উপর নির্মিত কমলপুর-সুরমার সংযোগকারী পাকা ব্রিজে অবরোধে বসে। বলা বাহুল্য কমলপুর এস ডি এম কার্যালয়ের সামনে দিয়ে যে রাস্তাটি সুরমার সাথে কমলপুরের সংযোগের একটি গুরুত্বপূর্ণ সড়ক।

 সেই সড়কের একতা সংঘ ক্লাবের নিকটে একটি নতুন কালভার্ট তৈরির কাজ পেয়েছে সালেমার বাসিন্দা এক ঠিকাদার। ঠিকাদার নিয়ম মেনে কাজ করতে না পারায় প্রায় একমাস যাবৎ সেই রাস্তা দিয়ে মানুষের চলাচল বন্ধ। ফলে কেউ অসুস্থ হলে এই রাস্তা দিয়ে হাসপাতালে আনতে হয়। রোজ প্রচুর ছাত্রছাত্রী এই সড়ক দিয়ে স্কুল কলেজে যায়। এদিকে রাস্তা কেটে মাটি রাস্তার পাশে ফেলায় আশপাশ এলাকায় মানুষের বাড়িঘরে বৃষ্টির জল ঢুকে একাকার অবস্থা। শুধু তাই নয় ঐ রাস্তা কাটার ফলে সাপ্লাই ‘র লাইনও কেটে গেছে। ফলে মানুষ জল পাচ্ছে না। এই অবস্থায় তারা ঠিকাদারের সাথে যোগাযোগ করলে ঠিকাদার বাবু পাত্তাই দেননি। তাই আজ ধলাই নদীর উপর পাকা সেতুতে পথ অবরোধে বসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য