Friday, March 29, 2024
বাড়িরাজ্যবটতলা এলাকায় অভিযান চালায় নিগম প্রশাসন

বটতলা এলাকায় অভিযান চালায় নিগম প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মার্চ : উচ্ছেদে নামল পুর নিগম। পূর্ব ঘোষণা অনুযায়ী যানজট মুক্ত শহর গড়ে তুলতে রবিবার উচ্ছেদের কাজে হাত লাগায় আগরতলা পুর নিগম। উল্লেখ্য, আগরতলা পুর নিগমের উদ্যোগে রবিবার বটতলা মাছ বাজারের পেছন দিকে রাজ শ্মশান থেকে মহাশ্মশান পর্যন্ত রাস্তার দু’ধারে বেআইনিভাবে গড়ে তোলা দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

 চারদিন আগেই পুর নিগমের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ এবং মাইকিং করা হয়। বেশিরভাগ দোকান সরে গেলেও কিছু দোকান সরানো হয়নি। তাদের এদিন সরিয়ে দেয় আগরতলা পুর নিগম। পুর নিগমের টাস্ক ফোর্স ও পুলিশ নিয়ে এই অভিযান চালানো হয়। পুর নিগমের সেন্ট্রাল জোনের সহকারি কমিশনার অনুপম চক্রবর্তী জানান বটতলা রাজ শ্মশান থেকে মহাশ্মশান হয়ে দশমীঘাট পর্যন্ত রাস্তা রয়েছে। কিন্তু তা বর্তমানে দখল হতে হতে অবস্থা বেহাল। অবৈধ ভাবে মাছ বিক্রি করা হচ্ছে রাস্তার উপর। এছাড়া কিছু অবৈধ দোকান ছিল। তাদের বিরুদ্ধে এদিন পুর নিগম ব্যবস্থা নেয়। এছাড়া কিছু মাছ ব্যবসায়ী এই রাস্তার পাশে থার্মোকল ফেলে রাখছেন। এর ফলে বাড়ছে অসামাজিক কাজকর্ম। এই সমস্ত দিক থেকে বিবেচনা করে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য