স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মে : রাজ্যের ন্যায্য মূল্যের দোকানগুলির মাধ্যমে জনগণের কাছে সঠিক এবং গুণমান সম্পন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তর। ত্রিপুরা সরকারের খাদ্য দফতরের তরফে ন্যায্য মূল্যের দোকানগুলিতে সরবরাহের জন্য রেশনের আটা কলগুলিকে গম দেওয়া হয়, তার পরিবর্তে আটা কলগুলি আটা সরবরাহ করে রাজ্য সরকারকে।
বৃহস্পতিবার দুপুরে উষাবাজার সংলগ্ন পাইওনিয়ার আটা মিল পরিদর্শন করে খাদ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গোটা দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী পিডিএস ত্রিপুরা রাজ্যে রয়েছে। এ রাজ্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি হচ্ছে আটা, ময়দা, সুজি। এদিন মন্ত্রী সঙ্গে ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিক। পরে মন্ত্রী সংবাদ মাধ্যমকে আরো একটি বিষয় অবগত করেন। মন্ত্রী বলেন, পেট্রোল ও ডিজেল নিয়ে অযথা বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই। প্রায় ছয় থেকে সাত দিনের পেট্রোল ও ডিজেল মজুদ রয়েছে রাজ্যে। তবে প্রবল ঘূর্ণিঝড়ে আংশিক ক্ষতি হয়েছে বদরপুর, লামডিং রেল স্টেশনের রেললাইন। কিছু কিছু জায়গায় কাঁদা ও জল জমে গেছে। এ বিষয়ে এন এফ রেলওয়ের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। আগামী দু দিনের মধ্যে রাস্তার সমস্যা সমাধান করতে যুদ্ধকালীন ভাবে কাজ চলছে। পাশাপাশি খাদ্যশস্য পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। অযথা বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।