Sunday, September 8, 2024
বাড়িরাজ্যমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট পর্ষদ থেকে দেওয়া হবে ৩১...

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট পর্ষদ থেকে দেওয়া হবে ৩১ মে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মে : ৩১ মে সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্র-ছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকা অথবা তাদের প্রতিনিধিদের হাতে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী।

তিনি জানান, গত ২৪ মে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তারপর ছাত্র-ছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট তৈরির জন্য দপ্তরে কাজ শুরু হয়। তারপর বিদ্যুতিক লোড সিডিং এবং ঝড় কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারপরও মার্কশিট ও সার্টিফিকেট তৈরির কাজ দ্রুতগতিতে কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৩১ মে সকাল ১১ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মধ্যে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা অথবা তাদের প্রতিনিধিদের হাতে ছাত্র-ছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। এর জন্য তিনি প্রধান শিক্ষক শিক্ষিকা অথবা তাদের প্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে ছাত্রছাত্রীদের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করে আনার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য