Thursday, January 23, 2025
বাড়িরাজ্যপেট্রোল পাম্পে আবারো দীর্ঘ লাইন যান চালকদের

পেট্রোল পাম্পে আবারো দীর্ঘ লাইন যান চালকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মে : অযথা বিভ্রান্ত হচ্ছে মানুষ। রাজ্যে জ্বালানি তেলের কোনরকম সংকট নেই। প্রত্যেক পেট্রোল পাম্পে রয়েছে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল। কিন্তু তারপরও গত দুদিন ধরে পেট্রোল পাম্প গুলিতে দেখা যাচ্ছে দ্বিচক্র যান চালকদের ভিড়। সামাজিক মাধ্যমে মানুষ প্রত্যক্ষ করছে আসামে রেল লাইনের উপর ধস পড়েছে। এতে দেখা দিতে পারে আবারো জ্বালানি তেলের সংকট।

গত কয়েকদিন আগে ১৫ থেকে ২০ দিন যে জ্বালানি তেলের সংকট ছিল তার কারণে মানুষ আবারও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। দুদিন ধরে দীর্ঘ লাইনে দিনরাত দাঁড়িয়ে অতিরিক্ত পেট্রোল সংগ্রহ করছে দ্বিচক্র যান চালকরা। আগরতলা শহরের এক পেট্রোল পাম্পের কর্ণধারদের বক্তব্য এখন পর্যন্ত পেট্রোল সংকটের কোনো রকম খবর নেই তাদের কাছে। পর্যাপ্ত পরিমাণে পেট্রোল এবং ডিজেল আমদানি হচ্ছে রাজ্যে। পেট্রোল-ডিজেলের উপর প্রশাসনিকভাবে ও কোন রেশনিং ব্যবস্থা চালু করা হয়নি। কিন্তু মানুষ বিভ্রান্তির শিকার হয়ে প্রতিদিন পেট্রোল পাম্প মুখী হচ্ছে। সুযোগ পেলেই পেট্রোল পাম্প গুলির মধ্যে এসে ভিড় জমাচ্ছে। পর্যাপ্ত পরিমাণে পেট্রোল রয়েছে পেট্রোল পাম্প গুলির মধ্যে বলে জানান আগরতলা শহরের এক পেট্রোল পাম্পের কর্ণধার। উল্লেখ্য, আসামে বদরপুর রেল লাইনের উপর ধস পড়ার খবর নিয়ে মানুষ আতঙ্কগ্রস্ত। কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে রাজ্যে পেট্রোল ডিজেল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য