Sunday, October 27, 2024
বাড়িরাজ্যস্পন্দন সামাজিক সংস্থার পক্ষ থেকে আপনা ঘরে স্বাস্থ্য শিবির ও চক্ষু শিবিরের...

স্পন্দন সামাজিক সংস্থার পক্ষ থেকে আপনা ঘরে স্বাস্থ্য শিবির ও চক্ষু শিবিরের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মে : স্পন্দন সামাজিক সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার আপনা ঘরে স্বাস্থ্য শিবির ও চক্ষু শিবিরের আয়োজন করা হয়। আই এল এস হাসপাতাল থেকে ৫ জন ডাক্তার ও স্পন্দন সামাজিক সংস্থা থেকে ২ জন ডাক্তার এই  শিবিরে অংশগ্রহণ করেন।

এদিন আপনা ঘর বৃদ্ধাশ্রমের ৫০ জন বৃদ্ধ মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য, চক্ষু, রক্ত পরীক্ষা করা হয় ও ঔষধ বিতরণ করা হয়। পরবর্তী সময়ে ২০ টি ঔষধি গাছ আপনা ঘর বৃদ্ধাশ্রমে রোপণ করা হয়। স্পন্দন সমাজিক সংস্থার সম্পাদিক ডা. হৈমন্তী ভট্টাচার্যের বক্তব্যে, সবার নিজেদের মায়ের প্রতি যত্নবান হওয়া দরকার। তাহলেই আমাদের পরিবার সুখ-সমৃদ্ধিতে ভরে থাকবে। সমাজ প্রগতিশীল সমাজে পরিণত হবে। সবশেষে আশ্রমের সকলকে মিষ্টি ফল এবং রামকৃষ্ণ সারদা মায়ের ধর্মীয় বই বিতরন করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য