Monday, December 23, 2024
বাড়িরাজ্যবিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি করল কংগ্রেস

বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি করল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : বিদ্যুৎ পরিষেবায় অন্ধকারাচ্ছন্ন রাজ্য,”নাজেহাল জনজীবন। এই অভিযোগ উত্থাপন করে সহসাই বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করলেন সদর জেলা কংগ্রেস। এইদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিল করে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ভুতুড়িয়া স্থিত বিদ্যুৎ দপ্তরের সামনে যায়।

সেখানে গিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তী সময় এক প্রতিনিধি দল দপ্তরের অফিসে গিয়ে দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদান শেষে কংগ্রেস নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যুৎ দপ্তরের সমালোচনা করে দপ্তরের মন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য