Sunday, October 27, 2024
বাড়িরাজ্যমানুষের জীবন অন্ধকারে, মন্ত্রী কোথায় জবাব চাই-এই স্লোগান তুলে ডি ওয়াই এফ...

মানুষের জীবন অন্ধকারে, মন্ত্রী কোথায় জবাব চাই-এই স্লোগান তুলে ডি ওয়াই এফ আই -র বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজ্য জুড়ে বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত। বিদ্যুৎ-এর দাবিতে রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তায় নেমেছে সাধারন মানুষ। এইবার রাজ্য জুড়ে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সরব হলো ডি ওয়াই এফ আই। এইদিন মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনের সামনে থেকে মিছিল করে বামপন্থী ছাত্র-যুবরা রাজধানীর টিআরটিসি কমপ্লেক্স স্থিত বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে যায়।

 সেখনে কিছু সময় বিক্ষোভ প্রদর্শনের পর এক প্রতিনিধি দল বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে দপ্তরের সিনিয়র ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলের এক সদস্য জানান, দপ্তরের সিনিয়র ম্যানেজার জানিয়েছেন দপ্তরের কর্মীরা আন্তরিকতার সাথে সমস্যা গুলি সমাধান করার চেষ্টা করছে। প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মী নিয়োগ করে সমস্যা সমাধান করার জন্য। প্রতিনিধি দলে উপস্থিত উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা। তারা জানান, রাজ্যের বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। এবং বিদ্যুৎ পরিষেবার সাথে জড়িত পানীয় জল মিলছে না মানুষের। দীর্ঘ ৪৮ ঘন্টার অধিক সময় ধরে রাজ্যের বহু জায়গায় নেই বিদ্যুৎ পরিষেবা। আর সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী দোষ চাপাচ্ছেন জনগণের উপর। তিনি বলছেন ট্রান্সফর্মার লোড নিতে পারছে না। কিন্তু বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাস্তার জন্য কেন মন্ত্রীর দপ্তর দায়িত্ব নিচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেন তারা। তারা আরো বলেন, বিদ্যুৎ যন্ত্রণায় মানুষ নাজেহাল, মন্ত্রী কুম্ভ-নিদ্রায় আচ্ছন্ন। এর নিন্দা জানাই ডিওয়াইএফআই। আগামী দিনে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য