স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : মঙ্গলবার দুপুরে কৈলাসহরের মহকুমা শাসকের চেম্বারে মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমার প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে এক বৈঠক করা হয়। সর্বদলীয় এই রাজনৈতিক দলের বৈঠকে মহকুমা শাসক প্রদীপ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা কাজল দে, রথীন্দ্র ভট্টাচার্য, কংগ্রেস নেতা মো: বদরুজ্জামান, আশীষ সেনগুপ্ত, সি.পি.আই.এম নেতা বিশু দাস, নীলকান্ত সিনহা সহ অতিরিক্ত মহকুমাশাসক নব কুমার জমাতিয়া, ডেপুটি মাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস, সঞ্জীব দেববর্মা সহ আরও অন্যান্য আধিকারিক। আগামী চার জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা।
কৈলাসহর মহকুমার অধীনে থাকা ৫৩-কৈলাসহর এবং ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের গননা হবে আর.কে.আই স্কুলে। ভারতীয় নির্বাচন কমিশনের নিয়ম মেনে গননা কেন্দ্রের সমস্ত কাজ হবে। গননা কেন্দ্রে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তেরো জন কাউন্টিং এজেন্ট থাকবে এবং দুইজন অতিরিক্ত এজেন্ট বাইরে থাকবে। মূল তেরোজন কাউন্টিং এজেন্টের মধ্যে কেউ অসুস্থ হলে দুইজন অতিরিক্ত এজেন্টদের মধ্যে কেউ এসে দায়িত্ব পালন করবে। তাছাড়া কাউন্টিং এজেন্টরা গননা কেন্দ্রে যাবার সময় নির্বাচন কমিশনের যে গাইড লাইন রয়েছে সেটা মেনেই প্রবেশ করতে হবে বলে জানান মহকুমাশাসক প্রদীপ সরকার। তাছাড়া আগামীকাল ২৯ মে বুধবার ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলাশাসক অফিসে ঊনকোটি জেলা ভিত্তিক প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান মহকুমা শাসক প্রদীপ সরকার।