Saturday, July 27, 2024
বাড়িরাজ্যকবর খোলার দেওয়াল চাপা পড়ে মৃত্যু গবাদি পশুর, ভেঙে পড়ল হাসপাতালের দেওয়ালও

কবর খোলার দেওয়াল চাপা পড়ে মৃত্যু গবাদি পশুর, ভেঙে পড়ল হাসপাতালের দেওয়ালও

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : প্রবল ঘূর্ণিঝড়ে তেলিয়ামুড়ায় জনজীবন বিপর্যস্ত। কবর খলার দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু গবাদি পশুর এবং ভেঙে চৌচির ঘর। এদিকে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে দেওয়াল ভেঙে পড়ে। জানা যায় ঘূর্ণিঝড়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের দেওয়ালের ভেঙ্গে পড়ে। হাসপাতালের রোগীর পরিবারদের কাছ থেকে জানা যায় বিভিন্নভাবে আউট লাইনের মুখ বন্ধ থাকার ফলে এবং কতৃপক্ষ সঠিক সময়ে সঠিক ব্যাবস্থা গ্রহণ না করার ফলে দেওয়ালটি ভেঙ্গে পড়ে।

 এদিকে তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নিতীন কুমার সাহা সরাসরি অভিযোগ করে বলেন, ২০১৭ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে উদ্বোধন হয়েছিল মহকুমা হাসপাতাল। আর এই হাসপাতাল নির্মাণে প্রবল দুর্নীতি হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। সেই নির্মাণ কাজের সাত বছর অতিক্রান্ত হতে না হতেই জলের তরে ভেঙ্গে গেল বাউন্ডারি দেওয়াল, ফলে মহকুমা হাসপাতাল নির্মাণের কাজ নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে কবরখোলা এলাকার সুভাষ দাসের গরু দেওয়াল চাপা পড়ে মারা গেছে। এবং এই গরুটির উপর নির্ভর গোটা পরিবার। এমনকি গরুর মালিকের ঘর পর্যন্ত ভেঙে চৌচির। গরুর মালিক অভিযোগ তুলেছেন ৮-৯ বছর আগে অত্যন্ত নিম্নমানের কাজ হওয়ার কারণে দেয়ালটি ভেঙে পড়েছে সকাল ছয়টার নাগাদ। গ্রাম প্রধান ঘটনাস্থলে আসলেও সরকারি কোনরকম সহযোগিতা করে নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য