স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : ২৩ মে রাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সাব্রুম নগর পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের আনন্দ পাড়ার বাসিন্দা পূর্ণেন্দু বিকাশ দত্ত ওরফে বিল্টুর। আনন্দ পাড়ার বাসিন্দা শিবু রঞ্জন দত্তর একমাত্র ছেলে মৃত পূর্ণেন্দু বিকাশ দও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ভেহিক্যালস ইনস্পেক্টর পদে কর্মরত ছিল।
মঙ্গলবার বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মৃত পূর্ণেন্দু বিকাশ দত্তর বাড়িতে যান। কথা বলেন মৃত পূর্ণেন্দু বিকাশ দত্ত-র পরিবারের সদস্যদের সাথে। তাদেরকে সমবেদনা জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী জানান রাজ্যের বর্তমান সরকারের ভুল নীতি ও উদাসীনতার কারনে পূর্ণেন্দু বিকাশ দত্ত ওরফে বিল্টুর মৃত্যু হয়েছে। ফিডকোর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু তারা মানুষের কথায় কর্ণপাত করে না।