স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মে : বৈদিক ব্রাহ্মণ সমাজ পরিচালিত পুরোহিত্য শিক্ষালয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় রবিবার। মূলত বাড়ি বাড়ি গিয়ে যে সকল পুরহিতরা পূজার্চনা করে থাকেন তাদের জ্ঞান ও অভিজ্ঞতা যাচাই করার জন্য এই পরীক্ষার আয়োজন করা হয় প্রতি বছর।
এইদিনের পরীক্ষায় উপস্থিত ছিলেন বৈদিক ব্রাহ্মণ সমাজ ত্রিপুরার চেয়ারম্যান কল্যাণ নারায়ন ভট্টাচার্য, বৈদিক ব্রাহ্মণ সমাজ পরিচালিত পুরোহিত্য শিক্ষালয়ের অধ্যক্ষ ভাস্কর চক্রবর্তী সহ অন্যান্যরা। বৈদিক ব্রাহ্মণ সমাজ ত্রিপুরার চেয়ারম্যান কল্যাণ নারায়ন ভট্টাচার্য জানান মানুষ নিজেদের মঙ্গলের জন্য বাড়িতে পূজা করে থাকেন। পুরোহিতরা বাড়ি বাড়ি গিয়ে পূজার্চনা করেন। পুরহিত সঠিক মন্ত্র পাঠ না করলে মানুষের পূজা করার উদ্দেশ্য সার্থক হয় না। তাই পুরোহিতদের জ্ঞান ও অভিজ্ঞতা যাচাই করার জন্য পুরোহিতদের পরীক্ষার আয়োজন করা হয় প্রতি বছর।