Saturday, July 27, 2024
বাড়িরাজ্যকাজী নজরুল ইসলামের গান গুলো শোনার পর ঐশ্বরিক ভাবনা চিন্তা কাজ করে...

কাজী নজরুল ইসলামের গান গুলো শোনার পর ঐশ্বরিক ভাবনা চিন্তা কাজ করে সব সময় : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মে : শনিবার কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এদিন বিকেলে আগরতলার রেন্টাস কলোনিতে কবি নজরুলের পূর্নাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। পরে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত ছিলেন। তিনি শুধুমাত্র কবিতাই লিখেন নি।

 তিনি বহু গানও লিখেছেন। বহু গানে তিনি নিজেও সুর দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন কবি কাজী নজরুল ইসলামের গান গুলো শোনার পর ঐশ্বরিক ভাবনা চিন্তা কাজ করে সব সময়। বর্তমান সময়ের নিরিখে কবি কাজী নজরুল ইসলাম খুবই প্রাসঙ্গিক। বর্তমান প্রজন্মকে কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানা এবং কবি কাজী নজরুল ইসলামের বই গুলো পড়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এদিন এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকেই। এদিন কবি কাজী নজরুল ইসলামের একটি স্মারক গ্রন্থের আবরণ উন্মোচন হয়, পাশাপাশি একটি বৃক্ষরোপণ কর্মসূচিও আয়োজন করা হয় এদিন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য