স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মার্চ : আবারো রোমহর্ষক ঘটনা। স্বামীর মাথা কেটে ঠাকুর ঘরে ঝুলিয়ে রাখল স্ত্রী। ঘটনা খোয়াই রামচন্দ্র ঘাট ইন্দিরা কলোনি এলাকায়। মৃত স্বামীর নাম রবীন্দ্র তাঁতি। বয়স ৫০ বছর। অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত স্ত্রীর নাম সাবিত্রী তাঁতি। বয়স ৩৫ বছর।
রবীন্দ্র তাঁতির ছেলের কাছ থেকে জানা যায় তার মা সাবিত্রী তাঁতি গত কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। আজীবন নিরামিষ খেয়ে কাটিয়ে গত দু’দিন ধরে আমিষ খাবার খাওয়ার সিদ্ধান্ত নেন। তান্ত্রিক এনে সুস্থ করার চেষ্টাও করা হয়েছে। কিন্তু সুস্থ করা সম্ভব হয়নি। শুক্রবার রাত একটা নাগাদ পিতা খুন করে তার মা বলে জানায়। পুলিশ অভিযুক্ত সাবিত্রী তাঁতিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।