Friday, February 7, 2025
বাড়িরাজ্যঅনুষ্ঠিত হয় লোক আদালত

অনুষ্ঠিত হয় লোক আদালত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মার্চ : শনিবার বসে জাতীয় লোক আদালত। সকাল ১০ টা থেকে শুরু হয় আদালত। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসে। মোট ৬০ টি বেঞ্চে  ৮,০৬৪ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৭,১৬৯ টি বিষয় এবং আদালতে  বিচারাধীন ৮৯৫ টি মামলা রয়েছে।

জাতীয় লোকআদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৫,৩১৯ টি মামলা, যান দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ১৭১ টি, জমির বিরোধ সংক্রান্ত ৭ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ১,৮৫০ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ৩৮৩ টি মামলা, বৈবাহিক বিরোধের ১৫৪ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ১৬২ টি মামলা এবং অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ১৮ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে। এরমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসে। এই বেঞ্চে ২১ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। লোক আদালতে সবচেয়ে বেশি ১৫ টি বেঞ্চ বসবে আগরতলা আদালত চত্বরে। ইতিমধ্যে মামলার পক্ষ-বিপক্ষ  এবং উভয়পক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল। আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক ছিল এদিন। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য