স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে প্রহর গুনছে ছাত্র-ছাত্রীরা। এ বিষয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী বলেন গত ৯ মে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ সম্পন্ন হয়েছে।
ইতিমধ্যে ফলাফল ঘোষণা করতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসারেরা কাজ করে চলেছেন। মে মাসের শেষ সপ্তাহে ঘোষণা করা হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার। ফলাফল ঘোষণা হওয়ার পর যেসব ছাত্রছাত্রীরা একটি বা দুটি বিষয়ের জন্য অকৃতকার্য হবে তাদের জন্য বছর বাঁচার পরীক্ষা সুযোগ থাকবে। বছর বাঁচাও পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বছর বাঁচাতে পারবে। ফলাফল ঘোষণা হওয়ার পর এর জন্য দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।