Friday, October 18, 2024
বাড়িরাজ্যসি এ এ -র বিরোধিতা করে ডেপুটেশন

সি এ এ -র বিরোধিতা করে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে : সিএএ-র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিবের নিকট ডেপুটেশান প্রদান করল আদিবাসী কংগ্রেস। এইদিন আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে মুখ্য সচিব জেকে সিনহার নিকট ডেপুটেশান প্রদান করে। প্রতিনিধি দলের ছিলেন প্রদেশ আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া, প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। প্রদেশ আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া জানান সিএএ লাগু করার জন্য রাজ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

তাই সিএএ-র প্রতিবাদ জানিয়ে এইদিন রাজ্যের মুখ্য সচিবের নিকট ডেপুটেশান প্রদান করা হয়েছে। রাজ্যে সিএএ লাগু না করার জন্য দাবি জানানো হয়েছে। সিএএ লাগু করা হলে রাজ্যে আদিবাসিরা আরও সংখ্যা লঘু হয়ে যাবে বলে দাবি করেন তিনি। তবে তবে সোমবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন সাফ জানিয়ে দিয়েছেন সি এ এ রাজ্যে কোনভাবেই কার্যকর হবে দেওয়া হবে না। বিরোধিতা করে রাস্তায় নামবে কংগ্রেস। মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দেওয়ার পর যদি বিষয়টি গুরুত্ব না দেওয়া হয় গোটা রাজ্যের জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যে কংগ্রেস আন্দোলনে নামার প্রস্তুতি নিয়ে ফেলেছে সেটা ষ্পষ্ট হয়ে গেছে বিধায়কের বক্তব্যে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য