Sunday, June 23, 2024
বাড়িরাজ্যপুকুরের জলে ডুবে মৃত্যু চার বছরের শিশু কন্যার

পুকুরের জলে ডুবে মৃত্যু চার বছরের শিশু কন্যার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে : খেলার ছলে বাড়ির পাশের পুকুরের জলে ডুবে মৃত্যু চার বছরের এক শিশু কন্যার। ঘটনা উদয়পুরের খিলপাড়া তালতলা এলাকায়। মৃত শিশুর নাম অনন্যা কর্মকার। বাবার নাম আশিস কর্মকার। মৃত শিশুর দাদু মাখন কর্মকার জানান অনন্যা ঠাকুরমার সাথে পাশের বাড়িতে প্রসাদ খেতে যায়। সেখান থেকে বাড়িতে আসার পর সে ঠাকুরমাকে জানায় প্রাকৃতিক কাজ সারবে। যথারীতি সে প্রাকৃতিক কাজ সারতে ঘরের পিছনের দিকে যায়।

 কিছু সময় বাদে পরিবারের লোকজন অনন্যার খোঁজাখুঁজি শুরু করে। তখন বাড়ির লোকজন প্রত্যক্ষ করে বাড়ির পাশের পুকুরের ঘাটে অনন্যার জুতা রয়েছে। এতে সকলের সন্দেহ হয়। শুরু হয় পুকুরের জলে তল্লাসি। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। ছুটে আসে দমকল কর্মীরা। শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনীর কর্মীরা পুকুরের জল থেকে অনন্যাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অনন্যাকে মৃত বলে ঘোষণা করে দেন। কান্নায় ভেঙ্গে পরে শিশুটির মা-বাবা সহ পরিবারের লোকজন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য