স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে : প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিবসে যথাযোগ্য মর্যাদার সহিত স্মরণ করল প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর ৩৩ তম মৃত্যুবার্ষিকী। এইদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দিনটি পালন করা হয়। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে কংগ্রেস দলের পতাকা সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, গোপাল চন্দ্র রায়, বীরজিৎ সিনহা সহ অন্যান্যরা।
পতাকা উত্তোলনের পর কংগ্রেস ভবনের সামনে রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সকলে। তারপর সকলে গান্ধীঘাট গিয়ে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান রাজিব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষে বিজ্ঞান ও প্রযুক্তির প্রবেশ তাঁর হাত ধরে। দেশের অগ্রগতি, শিক্ষা, পঞ্চায়েতের ক্ষমতায়নের ক্ষেত্রে রাজীব গান্ধী ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক। এদিকে দেশের প্রক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নব সংকল্পে নব ভারত নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই বার্তাকে সামনে রেখে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এইদিন প্রদেশ কংগ্রেস ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা। এইদিনের শিবিরে কংগ্রেস কর্মী সমর্থকরা উৎসাহের সাথে রক্তদান করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন ভারত রত্ন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এইদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মুলত ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সঙ্কট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।