Saturday, June 15, 2024
বাড়িরাজ্যলিফট থেকে উদ্ধার মৃতদেহ

লিফট থেকে উদ্ধার মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে : নির্মীয়মান লিফট থেকে উদ্ধার দেহ। ঘটনা রাজধানীর রামনগর ২ নং এলাকায়। মৃতের নাম অরুপ কুমার দত্ত (৫১)। বাড়ি খোয়াই। জানা যায় মৃত অরুপ কুমার দত্তর স্ত্রী পেশায় একজন শিক্ষিকা। বর্তমানে তিনি উদয়পুরে কর্মরত রয়েছেন। মেয়ের পড়ালেখার সুবাদে তারা রামনগর দুই নং রোডের বাসিন্দা জহর লাল পালের বাড়িতে ভাড়া থাকতেন।

 সেই বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করেন তিনি। মঙ্গলবার সকালে মৃত অরুপ কুমার দত্তর স্ত্রী প্রথমে ঝুলন্ত অবস্থায় স্বামীর মৃতদেহ দেখতে পান। তারপর তিনি ভাড়া বাড়ির অন্যান্য লোকজনদের ডেকে আনেন। ভাড়া বাড়ির এক ব্যক্তি জানান মৃত অরুপ কুমার দত্ত একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। সম্প্রতি তার সেই কাজ চলে যায়। তারপর তিনি প্রাইভেট টিউশানি করতেন। বেশকিছু দিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। কারো সাথে তেমন কথাও বলতেন না। এরই মধ্যে এইদিন তিনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন। পরবর্তী সময় খবর দেওয়া হয় পুলিশকে। পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য