Saturday, July 26, 2025
বাড়িরাজ্যজিবি হাসপাতাল ও মেডিকেল কলেজের উদ্যোগে রক্তদান শিবির

জিবি হাসপাতাল ও মেডিকেল কলেজের উদ্যোগে রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে : মঙ্গলবার জিবি হাসপাতাল ও আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের যৌথ উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এজিএমসি ও জিবি হাসপাতালের ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীরা এইদিন রক্ত দানে এগিয়ে আসেন।

উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা, জিবি হাসপাতালের এমএস ডাক্তার সঙ্কট চক্রবর্তী সহ অন্যান্যরা। স্বাস্থ্য সচিব কিরন গিত্তে জানান রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর ধারাবাহিক ভাবে উন্নয়ন হচ্ছে। যে কোন ধরনের অস্ত্রপচার করতে গেলে রক্তের প্রয়োজন। তাই এই বছর পরিকল্পনা করে রক্তের চাহিদা মেটানোর জন্য রক্তদানের ক্যালেন্ডার করা হয়েছে। রাজ্যের যুব সমাজকে রক্তদানে এগিয়ে এসে স্বাস্থ্য দপ্তরকে সহায়তা করার জন্য আহ্বান জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!