স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে : জমিতে বেড়া দিতে গিয়ে প্রতিবেশীর দায়ের কূপে আহত চারজন। ঘটনা বালিগাঁও পঞ্চায়েতের ভরপাড়া এলাকায়। এলাকার বাসিন্দা রামরতন পাশি, তার স্ত্রী সুমতি পাশি, ভাই রামযতন পাশি মিলে এদিন সকালে তাদের জমিতে বেড়া দেওয়ার কাজ করছিল। তখন প্রতিবেশী হরিমহণ ঘাসী ও তার পুত্র লক্ষণ ঘাসীও তাদের বেড়া দিতে বাঁধাদান করে।
এনিয়ে দুপক্ষে কথা কাটাকাটি শুরু হয়। এক সময় হরিমোহন ঘাসী ও তার ছেলে লক্ষণ সহ পরিবারের অন্যান্যরা মিলে পাশি পরিবারের উপর দা নিয়ে হামলা চালায়। তাদের আঘাতে রামরতন পাশি, সুমতি পাশি, রামযতন পাশি ও তাদের এক আত্মীয় মহিলা লক্ষনিয়া পাশি গুরুতর আহত হয়। তাদেরকে সাথে সাথে বি এস এম হাসপাতালে আনা হয়। গুরুতর আহত তিনজনকে ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। জমি বিবাদ ঘিরে এদিন ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।