স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে : আগরতলা শহরে ভাড়া থেকে গাঁজা পাচারের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন অমিত দেববর্মা নামে এক যুবক বলে অভিযোগ। গোপন খবরের ভিত্তিতে তাকে কৃষ্ণনগর স্থিত সুমিত দেববর্মার বাড়ির ভাড়া ঘর থেকে আটক করা হয়। তার ঘর থেকে উদ্ধার হয় ৩৬ কেজি শুকনো গাঁজা। যার কালোবাজারি মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা।
পশ্চিম আগরতলা থানার ওসি জানান, তার ঘরের দুটি টলি ব্যাগ এবং একটি ব্যাগ থেকে গাঁজাগুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তার বাড়ি জম্পুই জলায়। সে কৃষ্ণনগর স্থিত সুমিত দেববর্মার বাড়িতে থেকে এই ধরনের গাঁজা রমরমা ব্যবসা করে আসছিল বলে পুলিশের কাছে খবর। পুলিশের অভিমত তাকে জোর জিজ্ঞাসাবাদের পর বের হয়ে আসতে পারে তার সাথে কারা কারা জড়িত রয়েছে।