Wednesday, May 28, 2025
বাড়িরাজ্যতিন বাংলাদেশী মহিলা আটক

তিন বাংলাদেশী মহিলা আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে : গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে ৩ জন বাংলাদেশী মহিলাকে গ্রেফতার করল রেল পুলিশ। আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানান ওনাদের নিকট রবিবার সকালে গোপন সংবাদ আসে দূরপাল্লার রেলে করে কিছু বাংলাদেশী নাগরিক বহিঃরাজ্যে যেতে পারে।

সেই সংবাদের উপর ভিত্তি করে রেল পুলিশ আগরতলা রেল স্টেশনে ওত পেতে বসে। যথারীতি বিকালে রেল পুলিশ কর্মীরা লক্ষ্য করে তিন মহিলা রেল স্টেশনে প্রবেশ করেছে। তাদের দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানোর পর তারা নিজেদের ভারতীয় নাগরিক হিসাবে দাবি করে। কিন্তু তারা ভারতীয় নাগরিক হিসাবে কোন পরিচয় পত্র দেখাতে পারে নি। শেষ পর্যন্ত তারা স্বীকার করে তারা বাংলাদেশী নাগরিক। অবৈধভাবে তারা রাজ্যে এসেছে। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃতদের আদালতে সোপর্দ করে রেল পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!